জনপ্রিয় কমেডি শো 'হা-শো' শুরু হচ্ছে আবার। জোকস পারফরমেন্সভিত্তিক এই রিয়েলিটি শোয়ের মাধ্যমে সারা দেশ থেকে তুলে আনা হয় কমেডি পারফরমার। প্রথম দুই সিজনের সফল কার্যক্রমের পর তৃতীয়বারের মতো এনটিভি আয়োজন করতে যাচ্ছে মারসেল প্রেজেন্টস কমেডি শো 'হা-শো' সিজন ৩, পাওয়ারড বাই ডাবর মেসওয়াক। ১১ এপ্রিল দুপুরে এনটিভি কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষর হয় আয়োজকদের মধ্যে। মার্সেল-এর নির্বাহী পরিচালক হুমায়ুন কবীর, ডাবর-এর ব্র্যান্ড ম্যানেজার এস এম আবদুর রহিম অর্ক এবং এনটিভির সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান রঞ্জন কুমার দত্ত নিজ নিজ প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক আমিন খান, অভিনেতা ও উপস্থাপক সাজু খাদেম।
অনুষ্ঠানটি প্রযোজনা করবেন হাসান ইউসুফ খান। অংশগ্রহণে ইচ্ছুক প্রতিযোগীদের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া আজ থেকে এনটিভিতে প্রচার করা হবে। চলতি বছরের মে মাসের মধ্যে ঢাকাসহ পাঁচটি বিভাগীয় শহরে অডিশন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এনটিভি আয়োজিত 'হা-শো' বাংলাদেশের জোকস পারফরমেন্সভিত্তিক প্রথম রিয়্যালিটি শো। ২০১০ সালে অনুষ্ঠানটি শুরু হলে সারা দেশ থেকে কয়েক হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশ থেকে বেরিয়ে আসা জোকস পারফরমাররা দেশে-বিদেশে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেন।