প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের মেয়ে প্যারিস জ্যাকসনের মনের মানুষের সন্ধান পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে আড়ালে প্রেম করলেও সম্প্রতি প্যারিস জ্যাকসন ও তার প্রেমিককে একসঙ্গে দেখা গেছে। এর পাশপাশি ফেসবুক পেইজেও নিজেদের ছবি পোস্ট করেছে ১৬ বছরের প্যারিস জ্যাকসন। এমনকি সম্প্রতি লসঅ্যাঞ্জেলসে জ্যাকসন পরিবারের কাছেও গিয়েছিলেন তার প্রেমিক।
প্যারিস জ্যাকসনের প্রশিক্ষক জানান, গত ২৩ মার্চ প্যারিস জ্যাকসনকে এক রহস্য মানবের সঙ্গে ক্যালিফোর্নিয়ার ক্যালাবাসেস পার্কে দেখা গেছে।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্যারিস জ্যাকসনকে সম্প্রতি বিভিন্ন জায়গায় এক রহস্য মানবের সঙ্গে ঘুরতে দেখা গেছে। সেই রহস্যমানব আর কেউ নন; তিনি রিয়াল সো ক্যাল ফুটবল ক্লাবের সদস্য চেস্টার ক্যাস্টলো। ফুটবলার চেস্টার ক্যাস্টলোর সঙ্গেই ক্যালিফোর্নিয়ার একটি পার্কেও দেখা গিয়েছিল প্যারিসকে।
লিগের ম্যাচ নিয়ে ব্যস্ত সময় পার করছেন চেস্টার ক্যাস্টলো। অবসর সময় প্রেমিকা প্যারিস জ্যাকসনের সঙ্গে কাটাচ্ছেন তিনি। গত মাসে লসঅ্যাঞ্জেলসে স্বর্ণকেশী প্যারিস জ্যাকসনের বাড়ির কাছেও দেখা গেছে তাকে।
গত ৬ এপ্রিল নিজের ফেসবুক পেজে নিজেদের একটি ছবিও পোস্ট করেন প্যারিস জ্যাকসন। ছবিতে চেস্টারের গায়ে ছিল কালো পোশাক; প্যারিস জ্যাকসনের পিঠে হাত রেখে বসে ছিলেন তিনি। পোস্টে প্যারিস জ্যাকসন লিখেন, 'আমরা ভালোবাসাকে ছবিতে বন্দি করলাম। নিজেদের জন্য আমরা এটাকে স্মরণীয় করলাম। যেখানে আমাদের চোখ কখনো বন্ধ হবে না, হৃদয় কখনো ভাঙবে না এবং সময় থমকে যাবে।'
অপর একটি স্থানে নিজেদের জড়িয়ে ধরা অবস্থায় হাসিমুখে দেখা গেছে তাদেরকে।
উল্লেখ্য, মাইকেল জ্যাকসনের মেয়ে প্যারিস জ্যাকসন উতাহ রাজ্যের একটি স্কুলে পড়াশোনা করছেন। সেখানেই স্কুলের বোর্ডিংয়ে থাকেন। ২০০৯ সালে মাইকেল জ্যাকসনের মৃত্যুর পর থেকে তার ২ ছেলে মিশেল (১৮) এবং ব্ল্যাঙ্কেট (১৩) দাদির সঙ্গে বসবাস করছে। সূত্র : ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস
বিডি-প্রতিদিন/ ১৩ এপ্রিল ২০১৫/শরীফ