শোনা যাচ্ছে রণবীর-ক্যাটরিনা নাকি খুব শিগগিরই গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন। একটা সময় দীপিকা পাড়ুকোনের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন রণবীর। সেই সময়ে সালমন খানের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ক্যাটরিনা। দুজনের প্রেমই ভেঙে যায় এবং এরপর দুজন একে-অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। সেই থেকে কিছুদিন পরপরই তাদের বিয়ের গুজব শোনা যাচ্ছে।
রণবীরের মা নীতু কাপুরের সঙ্গে ক্যাটরিনার বনিবনা নাকি ঠিকঠাক হয়নি। এমনও শোনা গিয়েছিল যে, ক্যাটরিনাকে পুত্রবধূ হিসেবে মেনে নেননি নীতু। সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রার একটি রেস্তোরাঁয় গোটা কাপুর পরিবারের সঙ্গে নৈশভোজে মিলিত হন ক্যাট। সেখানে নীতু কাপুর থেকে শুরু করে ঋধিমা কাপুর, রণধীর কাপুর, কৃষ্ণরাজ কাপুর উপস্থিত ছিলেন। আর এতেই স্পষ্ট হয় যে, সময়ের সঙ্গে রণবীরের পরিবারের সদস্যদের মনোভাবের পরিবর্তন হয়েছে। তাই আবারও বাতাসে ছড়িয়ে পড়েছে রণবীর-ক্যারিনার বিয়ের গুজব!
বিডি-প্রতিদিন/১৩ এপ্রিল, ২০১৫/ রশিদা