ইংল্যান্ডে অবৈধভাবে বাস করছেন ঢালিউডের চার তারকা। তারা হলেন ফেরদৌস, নিপুণ, সিমলা ও আনিসুর রহমান মিলন। এদের মধ্যে কেউ স্টুডেন্ট ভিসা আবার কেউ টুরিস্ট ভিসা নিয়ে সেখানে যান। এরপর দীর্ঘদিন ধরে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ইমেগ্রেশন বিভাগ ও সেই দেশের আইনপ্রয়োগকারি সংস্থাগুলো অনেক খোঁজাখুজির পর তথ্য পায় তারা ইংল্যান্ডে অবৈধভাবে ছদ্ম পরিচয়ে বসবাস করছেন। কখনও রেস্টুরেন্টে কখনওবা শ্রমিক হিসেবে কাজ করছেন। সেখানে লুকিয়ে বসবাস করার কারনণ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তারা। কারন আইনপ্রয়োগকারি সংস্থাসহ নানাজনের কাছ থেকে নিজেদের লুকিয়ে রাখতে হচ্ছে সবসময়। স্বাধীনভাবে কিছুই করতে পারছেন না। এই অবস্থা থেকে কিভাবে উদ্ধার করা যাবে তাদের।
এই পথ খুঁজে পেতে আমিনুল ইসলাম বাপ্পি নির্মাণ করছেন চলচ্চিত্র ‘থ্রি ইল্লিগ্যাল’। আসলে এই ছবির গল্পেই এভাবে দেখা যাবে ঢালিউডের এই চার তারকাকে। নির্মাতা বাপ্পি ছোটবেলা থেকেই বসবাস করছেন ইংল্যান্ডে। দীর্ঘদিন সেখানে বাস করার সুবাধে বাংলাদেশিদের সে দেশে অবৈধভাবে বসবাস ও মানবেতর জীবনযাপনের চিত্র দেখেছেন তিনি। এমনটি জানিয়ে নির্মাতা বলেন, এ বিষয়ে সতর্কতামূলক মেসেজ দিয়ে বিনোদনধর্মী গল্পে চলচ্চিত্রটি নির্মাণ করছি। যাতে বাঙালিরা এই পথে আর না আসেন।
গত শুক্রবার চ্যানেল আইয়ের স্টুডিওতে ছবিটির শুটিং শুরু হয় এবং আগষ্ট মাস থেকে ইংল্যান্ডে একটানা শুটিং চলবে। ছবির পাণ্ডুলিপি তৈরি করেছেন নির্মাতা নিজেই। আন্তর্জাতিক বাজারের জন্য নির্মিতব্য এই ছবিতে আরও অভিনয় করছেন শহীদুল ইসলাম সাচ্চু এবং চম্পা।