পরীমনির বুকে এবার সাইমনকে দেখা যাবে। তবে বাস্তবে নয়, চলচ্চিত্রে। ‘নদীর বুকে চাঁদ’ চলচ্চিত্রে দেখা যাবে তাদের। এখানে নদী চরিত্রে পরীমনি আর চাঁদ চরিত্রে সাইমন অভিনয় করবেন। সাখাওয়াত হোসেনের পরিচালনায় এ ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা শীঘ্রই দেওয়া হবে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে পরীমনি বলেন, আপাতত এ ছবি নিয়ে কিছু বলতে চাই না। কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তখন না হয় বাকিটা বলা যাবে। বর্তমান ব্যস্ততা সম্পর্কে জানতে চাইলে পরী আরও বলেন, আজ সারাদিন এফডিসিতে কাটাবো। নববর্ষ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে। মূলত এ আয়োজনকে ঘিরেই আজ সারাদিন ব্যস্ত থাকব। এছাড়া ২/১ দিনের মধ্যে ‘আরও ভালোবাসব তোমায়’ ছবিটির শুটিং করতে সিলেট যাওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ওয়াজেদ আলী সুমনের ‘দরদীয়া’ এবং নজরুল ইসলাম খানের ‘দুনিয়া কাপানো প্রেম’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন হালের আলোচিত এ অভিনেত্রী। ফলে তার হাতে এখন ছবির সংখ্যা গিয়ে দাঁড়ালো প্রায় ৩ ডজনে।