বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে এক অন্য মাত্রায় পৌঁছে গিয়েছিল বলিউড সুপারস্টার আমির খান অভিনীত ছবি 'পিকে'। বক্স অফিসের পাশাপাশি এই ছবিকে ঘিরে উঠেছিল বিতর্কের ঝড়ও। সে পোস্টারে হাতে রেডিও ধরা নগ্ন আমির খানের ছবিই হোক অথবা ছবির বিষয়বস্তু নিয়ে কট্টরপন্থীদের চরম আপত্তি। কিন্তু জানেন কি, এই ছবিতে এমন অনেক দৃশ্যই ছিল যা সম্পাদনার সময়ে বাদ দিয়ে দেওয়া হয়েছিল? ভিডিওটি দেখতে ক্লিক করুন। https://www.youtube.com/watch?v=l7vvfWKCuro&feature=youtu.be&list=PL_yIBWagYVjyyqx_qPkbat5zufWZOyZEZ
বিডি-প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৫/মাহবুব