প্রথমবারের মতো দেশের কোনো টিভি চ্যানেলে প্রচার হচ্ছে হরর সিরিয়াল। 'ডেইলি ফ্রাইট নাইট' শিরোনামের এ সিরিয়াল প্রচার করছে জিটিভি। সপ্তাহের প্রতি শুক্র থেকে বুধবার প্রচার হচ্ছে সিরিয়ালটি। আর সপ্তাহের বাকি একদিন অর্থাৎ বৃহস্পতিবার প্রচার হবে পুরো সপ্তাহে প্রচারিত পর্ব নিয়ে বিশেষ 'মহা সপ্তাহ পর্ব'। তানিম রহমান অংশু'র গল্প ও পরিচালনায় হরর এ মেগা ধারাবাহিকের চিত্রনাট্য করেছেন শাকিব হাসান বাধন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, তানভিন সুইটি, সুজানা, মিশু সাব্বির, স্বাগতা, সেলিম শেখ, শ্যামল মাওলা, অদিতি মাহমুদ, মুন ইসলাম প্রমুখ।