ছয় বছর পর আবারও জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন অপূর্ব ও শারমীন জোহা শশী। এমআই জুয়েলের পরিচালনায় 'এ জার্নি বাই পাস্ট' শিরোনামের একক নাটকে দেখা যাবে তাদের। এর আগে ধারাবাহিক এবং ডেইলি সোপ-এ অপূর্ব ও শশী একসঙ্গে অভিনয় করলেও এবারই প্রথম তারা দুজন একক নাটকে অভিনয় করেছেন। সম্প্রতি নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। সাইফ ও ফারিয়া ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এক দম্পতি। কিন্তু বিয়ের পর দুজনের মধ্যে একঘেয়েমি চলে আসে। যে কারণে এক সময় দুজনই সিদ্ধান্ত নিয়ে যার যার বাড়িতে চলে যায়। এখান থেকেই ঘটতে থাকে একের পর এক মজার ঘটনা।
নাটক প্রসঙ্গে অপূর্ব বলেন, 'গল্পটি অন্যরকম। স্টোরি টেলিং সবার ভালো লাগবে। নাটকের নাম যেমন চমৎকার ঠিক তেমনি কাজ করেও অনেক ভালো লেগেছে'। অর্ধযুগ পর অপূর্বর সঙ্গে অভিনয় প্রসঙ্গে শশী বলেন, 'অপূর্ব ভাইয়া আমার প্রিয় অভিনেতাদের একজন। বহুদিন পর তার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে।'