রবীন্দ্রসংগীতের পূর্ণাঙ্গ অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে এসেছেন বাপ্পা মজুমদার। অ্যালবামটির নাম 'বেঁধেছি আমার প্রাণ', প্রকাশ করছে জিরোনা বাংলাদেশ। এতে রবীন্দ্রনাথের আটটি গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার। নতুন করে গানগুলোর সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার নিজেই। বাপ্পা মজুমদার বলেন, 'অনেক দিনের ইচ্ছা ছিল, রবীন্দ্রনাথের গান নিয়ে পূর্ণাঙ্গ একটি অ্যালবাম বের করার। এবার সেটা করতে পেরে খুব ভালো লাগছে। চেষ্টা করেছি, মূল সুরের সঙ্গে সঙ্গতি রেখে গানগুলো গাওয়ার।'
বাপ্পা আরও বলেন, 'আমার মায়েরও খুব ইচ্ছা ছিল আমি যেন রবীন্দ্রসংগীতের অ্যালবাম করি। উনি বেঁচে থাকলে অনেক খুশি হতেন। অ্যালবামটি আমি বাবা-মা দুজনকে উৎসর্গ করছি।'
অ্যালবামটির পৃষ্ঠপোষকতায় রয়েছে ব্র্যাক ব্যাংক।