'ভোগ' ম্যাগাজিনের জন্য তিন বছরেই গোটা পাঁচেক কভার শুট করে ফেলেছেন তিনি। এবার 'ভোগ ইন্ডিয়া'র নতুন ম্যাগাজিন 'মিস ভোগ'র জন্য তাই আলিয়া ভাটকেই বেছে নিয়েছে টিম 'ভোগ'। 'কফি উইথ করণ'র পর তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যতই রসিকতা ছড়াক না কেন, আলিয়া যে বুদ্ধিশুদ্ধিতে মোটেও খাটো নয় তার প্রমাণ দেয় তার ক্যারিয়ার। মাত্র ২২ বছরেই একের পর এক সাফল্য পেয়ে চলেছেন। এমনকি 'ভোগ'র মতো বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিনের কভার গার্ল যখন তিনি হয়েছিলেন, তখন তার প্রথম ছবি 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' মুক্তিও পায়নি। ছবি মুক্তি এবং ছবির সাফল্য বদলে দিয়েছে অনেক কিছু। বুদ্ধিমতী না হলে কি এভাবে ধারাবাহিক সফলতা আসে! তাই আলিয়াকে নিয়ে উচ্ছ্বসিত তার স্বজনরা।