বাজিমাত করেছে 'ছুঁয়ে দিলে মন'। প্রত্যাশা অনুযায়ী সাড়া পাওয়া যাচ্ছে দর্শকের কাছ থেকে। ঢাকার ছবিতে দীর্ঘদিন ধরে ভালো ছবির খরা চলছিল। আর সেই খরার দিনে 'ছুঁয়ে দিলে মন'কে সম্ভাব্য বৃষ্টি হিসেবেই ধরে নিয়েছিলেন চলচ্চিত্রপ্রেমীরা। তাদের ধারণাই সত্যি হয়েছে। অসাধারণ নির্মাণ, দারুণ অভিনয় এবং সুন্দর গান দিয়ে 'ছুঁয়ে দিলে মন' সবার মন ছুঁয়ে দিয়েছে। প্রথম সপ্তাহে যেসব প্রেক্ষাগৃহে ছবিটি চলেছে প্রায় সব খানেই হাউসফুল হয়েছে। 'ব্ল্যাকে টিকিট' নামে যে অবৈধ পন্থা এক সময় প্রেক্ষাগৃহগুলোতে ছিল, সেই বিলুপ্ত পন্থাও অনেক হলে দেখা গেছে। দর্শক প্রতিক্রিয়াও বেশ তৃপ্তিদায়ক। সব মিলিয়ে দাপটের সঙ্গে ছবিটি দ্বিতীয় সপ্তাহে পা রাখছে। নতুন করে অনেক প্রেক্ষাগৃহ যুক্ত হচ্ছে তালিকায়।
ছবিটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। আর এতে অভিনয় করেছেন আরিফিন শুভ, জাকিয়া বারী মম, ইরেশ যাকের, মিশা সওদাগর প্রমুখ। নির্মাতা শিহাব শাহীন বলেন, 'আমি চেয়েছি দর্শক পরিপূর্ণ বিনোদন পাবে এমন একটি ছবি নির্মাণ করতে। এখন দর্শক প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে আমি পেরেছি। যারা ছবিটি এখনো দেখেননি, তাদের আমন্ত্রণ জানাচ্ছি ছবিটি দেখার।'