ভক্তরা সব সময় পর্দায় দেখতে চান তাদের অতি প্রিয় তারকা কাজলকে। বলিউডে কাজল হাতে গোনা কয়েকজন তারকার মধ্যে একজন, যিনি প্রথম থেকেই তার ভক্তদের একই তালিকায় ধরে রেখেছেন। আবারও ফিরে আসার ঘোষণা দিয়ে সবাইকে আনন্দে ভাসিয়ে দিয়েছেন। 'দিল ওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'-এর সেই সিমরানকে ফিরে পেতে উদগ্রীব ভক্তরা। তবে ফিরে আসার জন্য যে নতুন ছবি করতে চলেছেন, তার জন্য পাঁচ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন তিনি। ভারতের এক শীর্ষস্থানীয় সংবাদপত্র জানায়, সম্প্রতি বলিউডের প্রথম সারির নায়িকারা এক ছবিতে এই পরিমাণ অর্থ হাঁকাচ্ছেন। কাজলও ফিরে আসতে চান একই পরিমাণ পারিশ্রমিক নিয়ে। রোহিত শেঠির 'দিলওয়ালে' ছবি দিয়ে আবারও কাজলকে দেখবেন দর্শক। তার বিপরীতে থাকবেন শাহরুখ খান। এ ছবিতে আরও থাকছেন বরুণ ধাওয়ান এবং ক্রিতি সানুন। গোয়াতে এ ছবির শুটিং চলমান রয়েছে।