আগামীকাল প্রকাশিত হতে যাচ্ছে শিল্পী চঞ্চল খানের রবীন্দ্র সংগীতের সংকলন 'প্রাঙ্গণে মোর' অ্যালবাম। এতে স্বদেশ, প্রেম, পূজা, বিচিত্র ঋতু পর্যায়ের রবীন্দ্র সংগীত দিয়ে সাজানো হয়েছে। উল্লেখযোগ্য গানগুলো হচ্ছে- ও আমার দেশের মাটি, প্রাঙ্গণে মোর, সেদিন দুজনে, তুমি খুশি থাকো, একদা তুমি প্রিয়ে ইত্যাদি। চঞ্চল খান বলেন, 'রবীন্দ্রনাথের ভিন্ন কিছু গান নিয়ে অ্যালবামটি সাজানোর চেষ্টা করেছি।'
শিল্পী চঞ্চল খান দীর্ঘদিন ধরে গাইছেন রবীন্দ্র সংগীত। তিনি বাংলাদেশ টেলিভিশন এবং বেতারের 'বিশেষ' ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত। এ ছাড়া রবীন্দ্র সংগীত ছড়িয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নেপাল, শ্রীলঙ্কা ও ফিলিপাইনে। অর্জন করেছেন আন্তর্জাতিক পরিচিতি। এ পর্যন্ত ৬টি একক অ্যালবাম বের হয়েছে চঞ্চল খানের। দুটি ডুয়েট।