বেসরকারি চ্যানেল মাছরাঙা টেলিভিশনের নিয়মিত ফিউশন মিউজিকের অনুষ্ঠান ‘আনপ্লাগড’-এ এবার গান গাইবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহনাজ বেলী। অনুষ্ঠানে তার পাশাপাশি আরও গান গাইবেন শামসুল হক বয়াতী, সুপ্তিকা মন্ডল, শোয়েব ও শুভ।
আধুনিক, পপ, রক, ক্লাসিক্যালসহ নানামাত্রিক সংগীতের ফিউশন নিয়ে সাজানো এ অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন জাবেদ ইকবাল তপু। অনুষ্ঠানটি আগামী শুক্রবার রাত ১১টায় মাছরাঙা টেলিভিশনে সম্প্রচারিত হবে।
কিছুদিন আগে দুই মাস বন্ধ ছিল এ মিউজিকের এ অনুষ্ঠানটি। চলতি বছরের ১৩ মার্চ থেকে পুণরায় প্রচার শুরু হয়েছে এ অনুষ্ঠানটি।
বিডি-প্রতিদিন/৩০ এপ্রিল, ২০১৫/মাহবুব