নিউক্লিয়াস। কোষের সব জৈবনিক ক্রিয়া-বিক্রিয়া নিয়ন্ত্রণ করে এটি। মূলত একে ঘিরে একটি কোষ উজ্জীবিত হয়, হয় আন্দোলিত। ঠিক একই ভাবে নিজেকে তৈরি করছেন হালের আলোচিত অভিনেত্রী পরীমণি। হয়ে উঠছেন ফিল্মপাড়ার নিউক্লিয়াস। কারণ তাকে ঘিরে এগিয়ে চলেছে প্রায় ত্রিশটি ছবির কাজ। এর মধ্যে দুটি মুক্তি পেয়েছে। ডজন খানেক ছবির কাজ চলছে। বাকিগুলোর শিডিউল রয়েছে ধারাবাহিকের তালিকায়। এবার আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন পরীমণি। পরিচালক ওয়াকিল আহমেদের পরবর্তী ছবি ‘কত স্বপ্ন কত আশা’য় তাকে দেখা যাবে। এ ছবিতে তার বিপরীতে থাকবেন সাইমন। ফিল্মপ্যাক প্রোডাকশনের ব্যানারে ওয়াহেদ আহমেদের প্রযোজনায় তৈরি হবে এ ছবিটি।
এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে ওয়াকিল আহমেদ বলেন, আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে এ ছবিটির ঘোষণা দেব। ‘কত স্বপ্ন কত আশা’ নামের এ ছবিটির কাজ শুরু হবে এ বছরই। রোমান্টিক ঘরানার আদলে তৈরি হবে এটি।
মাঝে প্রায় দুই বছর বিরতি নিয়েছিলেন সফল এ পরিচালক। এবার পরীমণিকে নিয়ে কাজ করছেন কেন জানতে চাইলে ওয়াকিল আহমেদ বলেন, যে পাখি উড়তে জানে তার ডানা ঝাপটানো দেখলেই বোঝা যায়। আমিও পরীমণির মাঝে তা দেখতে পেয়েছি। তাছাড়া দর্শকরাও তাকে সানন্দে গ্রহণ করেছেন। বাংলা সিনেমায় নায়িকা সংকট কাটাতে পরীমণির মতো নায়িকার প্রয়োজন ছিল।
অন্যদিকে পরীমণি বলেন, ওয়াকিল আহমেদের মতো সফল পরিচালকের সঙ্গে কাজ করতে পারা সত্যিই আনন্দের। প্রথমে শিডিউল মিলাতে খুবই কষ্ট হচ্ছিল। এক পর্যায়ে শিডিউল মিলিয়েছি তাও কিনা আবার টানা শিডিউল। চেষ্টা করব অভিনয়ের সেরাটা ঢেলে দিতে। বাকিটা না হয় দর্শকরাই বলবে।