বিশ্বকবি রবীন্দ্রনাথের বিখ্যাত উপন্যাস 'শেষের কবিতা' নিয়ে নির্মিত হয়েছে ৮ পর্বের ধারাবাহিক নাটক। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের জন্য নির্মিত হয়েছে নাটকটি। অনন্ত হীরার তত্ত্বাবধানে নির্মাণ হয়েছে এটি। আজ প্রচার শুরু হচ্ছে নাটকটি। চলবে টানা ৮ দিন। প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে দেখা যাবে নাটকটি। অনন্ত হীরার চিত্রনাট্যে 'শেষের কবিতা' নাটকটি বিটিভির জন্য প্রযোজনা করেছেন প্রযোজক শাহ জামান।
নাটকটি শুটিং হয়েছে হবিগঞ্জ জেলার মধুপুর চা বাগানে। নাটকটি শিলং অধ্যুষিত বলে গাছগাছালি পাহাড়ঘেরা এ লোকেশনটি বেছে নেওয়া হয়েছে। রবীন্দ্রনাথের উপন্যাসের বর্ণনার সেই চিত্র যেন এখানে পাওয়া যায়। নাটকটির ৮০ শতাংশ কাজ এখানে হয়েছে। বাকি কাজ হয়েছে ঢাকার অদূরে নবাবগঞ্জের জর্জবাড়ি নামের জমিদার বাড়িতে। নাটকে লাবণ্য'র ভূমিকায় নূনা আফরোজ, অমিতের ভূমিকায় অনন্ত হীরা এবং শোভনলালের ভূমিকায় অভিনয় করেছেন রামিজ রাজু। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, সানাউল হক সানা, আউয়াল রেজা, শুভেচ্ছা, আশা, চৈতি, চঞ্চল সৈকত, তৌহিদ বিপ্লবসহ আরও অনেকে।