ছায়ানটের রবীন্দ্র উৎসব
৮ মে ধানমন্ডির ছায়ানটে শুরু হচ্ছে দুই দিনব্যাপী রবীন্দ্র উৎসব। ওইদিন সন্ধ্যা ৬টায় ছায়ানট সংস্কৃতি ভবনে উৎসবের উদ্বোধন করবেন অধ্যাপক সোমেন বন্দ্যোপাধ্যায়। এতে পরিবেশিত হবে অতিথি এবং ছায়ানটের শিল্পীদের একক গান, আবৃত্তি, কবিতা পাঠ, রবীন্দ্র নাটকের গান ইত্যাদি। ৯ মে শনিবার শেষ দিনে পরিবেশিত হবে রবীন্দ্রনাথের গান থেকে কবিতা, কবিতা থেকে গান নিয়ে সন্জীদা খাতুনের গ্রন্থনা 'রূপে রূপে অপরূপ'। এছাড়া আরও থাকবে সুরতীর্থের মূল গান ও তা থেকে ভাঙা রবীন্দ্রসংগীতের উপস্থাপন, নৃত্যদল জাগো আর্ট সেন্টার ও ভাবনার পরিবেশনা। পাশাপাশি থাকবে অতিথি এবং ছায়ানটের শিল্পীদের একক গান, আবৃত্তি ও পাঠ।
শ্রমিক দিবসে নাটক
মহান শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ পথনাটক পরিষদ যৌথভাবে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা ও পথ নাট্যানুষ্ঠানের আয়োজন করেছে। মহান মে দিবসে আজ বিকাল সাড়ে ৪টায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন নাট্যকার মামুনুর রশীদ। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে এতে আলোচক থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি নাট্যজন মান্নান হীরা ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
আলোচনা শেষে পথনাটক পরিবেশন করবে প্রাচ্যনাট, থিয়েটার আর্ট ইউনিট, সুবচন নাট্য সংসদ, বাংলাদেশ থিয়েটার এবং পদাতিক নাট্য সংসদ [টিএসসি]।
বজলুর রহমান স্মৃতি পদক
খেলাঘর প্রবর্তিত সাংবাদিক বজলুর রহমান ভাইয়া স্মৃতি পদকে ভূষিত হচ্ছেন অধ্যাপক মুস্তাফা নূর-উল-ইসলাম, ড. সিরাজুল ইসলাম চৌধুরী, নাট্যজন লিয়াকত আলী লাকী এবং খেলাঘর সংগঠক নৃপেন্দ কুমার চক্রবর্তী।
এক অনুষ্ঠানের মাধ্যমে কাল শনিবার বিকালে শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে পদকপ্রাপ্ত ব্যক্তিদের হাতে এ পদক তুলে দেওয়া হবে। এতে প্রধান অতিথি থাকবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।
ছবির হাটে মাইম প্রদর্শনী
মহান মে দিবসে ঢাকা মাইম ক্রিয়েশন আজ শুক্রবার ছবির হাটে দুটি মাইম প্রযোজনা মঞ্চায়ন করবে। প্রযোজনা দুটি হলো- আমেরিকার শিকাগো শহরে জন হেনরির ঐতিহাসিক পটভূমি অবলম্বনে মূকাভিনয় 'জন হেনরি' এবং মহান ভাষা আন্দোলন অবলম্বনে মূকাভিনয় 'অমর একুশে'। প্রযোজনা দুটির পরিকল্পনা ও নির্দেশনায় আশোক মুখার্জি।
শহীদ মিনারে 'রাঢ়াঙ'
মহান মে দিবস উপলক্ষে আজ বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মঞ্চায়ন হবে আরণ্যক প্রযোজিত নাটক 'রাঢ়াঙ'। মামুনুর রশীদ রচিত ও নির্দেশিত এ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী, জয়রাজ, আ খ ম হাসান, তমালিকা প্রমুখ।