মুক্তি পেল শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায় নির্মিত 'বেলাশেষে'। ছবিটিতে রয়েছে অনেক চমক। ৩০ বছর পর ফিরে এসেছে সৌমিত্র চ্যাটার্জি ও স্বাতীলেখা সেনগুপ্ত জুটি। সঙ্গে রয়েছে নানান স্বাদের গান।
যৌথ পরিবারের সম্পর্কের টানাপড়েনকে কেন্দ্র করে এই ছবি। এতে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রাণী দত্ত, শঙ্কর চক্রবর্তী, মনামি,খরাজ মুখোপাধ্যায়ের মতো তারকারা। ছবিতে বাড়তি পাওনা অনুপম রায়ের গান। সব মিলিয়ে পারিবারিক সম্পর্কের স্বাদ আর সত্যজিত্ রায়ের সেই 'ঘরে-বাইরে'র জুটিকে আবারও পর্দায় দেখতে পাবেন দর্শকরা। জি নিউজ।
বিডি-প্রতিদিন/ ০২ মে, ২০১৫/ রোকেয়া।