গায়ক সোনু নিগমের ওপর ক্ষেপেছেন জি মিডিয়া কর্তৃপক্ষ। সত্যি ঘটনা জানাতে চেয়ে একটি ভিডিও পোস্ট করেন তিনি। আর তাতেই তাঁকে একবারে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তারা। তবে তাতে কিছুই যায় আসে না সোনু নিগমের। বরং স্যোশাল নেটওয়ার্কিং সাইট টুইটারে ভক্তদের প্রশংসায় ভাসছেন তিনি।
সম্প্রতি আম আদমি পার্টির সভায় রাজস্থানের কৃষক গজেন্দ্র সিং গাছের উপর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। সেইসময় আপ নেতা কুমার বিশ্বাস বক্তৃতা করছিলেন। ঘটনার সময় তিনি 'লটক গয়া' (ঝুলে পড়েছে) বলেন, এমনটি দেখিয়েছে জি নিউজ। অর্থাৎ তিনি বিষয়টি বুঝতে পেরেও থেমে যাননি বলে সংবাদ প্রকাশ করে জি নিউজ।
অন্যদিকে সোনু কয়েকদিন আগে একটি ভিডিও প্রকাশ করেন যেখানে, শোনা গেছে আপ নেতা কুমার বিশ্বাস যখন বক্তৃতা করছিলেন তখন 'লটক গয়া' শোনা গেলেও তা কুমার বিশ্বাসের মুখ থেকে বেরোয়নি। তাঁর পাশ থেকে কেউ একজন বলেছেন। এর ভিডিও পোস্ট করে সোনু আবেদন করে জানান, তিনি রাজনীতি থেকে দূরে থাকেন। তবে তিনি চান, সত্যিটা বেরিয়ে আসুক। আর এটি নিয়েই ক্ষুব্ধ জি মিডিয়া সোনুর উপর নিষেধাজ্ঞা জারি করেছে।
বিডি-প্রতিদিন/ ০২ মে, ২০১৫/ রোকেয়া।