একাধিক প্রজন্মের নায়িকার সঙ্গে অভিনয় করা নায়কদের মধ্যে ইলিয়াস কাঞ্চনের নামটাই সবার আগে আসে। নিরাপদ সড়কের আন্দোলনের জন্য অনেকদিন রূপালি জগতের বাইরে ছিলেন এ চিত্রনায়ক। ফের পর্দায় ফিরছেন তিনি। ফিরছেন নায়িকার বাবা হয়ে।
দেলোয়ার জাহান ঝন্টুর 'এপার ওপার' ছবিতে অভিনয় করছেন তিনি। ঢাকার অদূরে পুবাইলে এর দৃশ্যায়ন শুরু হয়েছে। এতে আরও আছেন বাপ্পী চৌধুরী ও আঁচল।
ছবিতে নায়িকা আঁচলের বাবার চরিত্রে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন। সর্বশেষ তিনি 'বাংলার ফাটাকেষ্ট' ছবিতে অভিনয় করেছিলেন। ছবিটি সেন্সর বোর্ডে জমা আছে।
এদিকে ৪ মে থেকে জাতিসংঘের 'রোড সেফটি ফর আওয়ার চিলড্রেন' কর্মসূচিতে অংশ নিচ্ছেন ইলিয়াস কাঞ্চন। রাজধানীর মতিঝিলের আইডিয়াল, খিলগাঁও, কাকরাইল, উত্তরা ও ধানমন্ডির পাঁচটি স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে চলবে এই কার্যক্রম। এর স্লোগান- 'ভবিষৎতের জন্য নিরাপদ সড়ক চাই'।
বিডি-প্রতিদিন/০২ মে ২০১৫/ এস আহমেদ