বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন এবার তার বাবা হরিবংশ রাই বচ্চনের নামে একটি ওয়েবসাইট তৈরি করতে চান। এজন্য তিনি টুইটারে তার ভক্তদের কাছে একটি অনুরোধও রেখেছেন। ভক্তদের কাছে অমিতাভের অনুরোধটি এ রকম- বাবা হরিবংশ রাই বচ্চন সংক্রান্ত কোন তথ্য যদি কারও কাছে থাকে তাহলে, সেই সমস্ত তথ্য, ছবি বা কোন আলোচনাসভার খণ্ড কিছু স্মৃতি [email protected]এই-মেইল আইডিতে পাঠাবেন।
অমিতাভ বচ্চন একান্তভাবেই তার বাবার জন্য ওয়েবসাইট বানাতে চান কারণ, তার বাবার নামে অনেক ওয়েবসাইট থাকলেও, সব ওয়েবসাইটগুলোতে সঠিক তথ্য দেওয়া থাকে না। প্রচুর ভুল তথ্য আছে বলেও দাবি করেছেন মেগাস্টার। এ কারণে বাবা হরিবংশ রাই বচ্চনের জন্য একান্তভাবেই এই ওয়েবসাইটটি তৈরি করতে চান অমিতাভ।
বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৫/মাহবুব