সংস্কৃতিকর্মী মকবুল হোসেন পাইকের গানের ভিডিও অ্যালবাম 'বাতাসে প্রেম উড়িয়ে দিলাম' সম্প্রতি লেজার ভিশন থেকে প্রকাশিত হয়েছে। এই ডিভিডিতে একটি গানের ডাবল ভার্সনসহ মোট গান রয়েছে ১১টি। সব গানের কথা লিখেছেন এবং গেয়েছেন পাইক নিজেই। বাতাসে প্রেম, প্রথম প্রেম, হিমু, বাংলাদেশ, রূপসা পাড়ের ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রুপা, রাখালবন্ধু, কানে তার জলের দুল, ক্ষমা, দূর পাহাড়ের মেয়ে শিরোনামের গানগুলোতে প্রেম ভালোবাসা, দ্বন্দ্ব-সংঘাত, বিবাদ-বিসম্বাদ, চাওয়া-পাওয়া, পাওয়া-না পাওয়া। ফেলে আসা দিনের স্মৃতিকাতরতা, শিক্ষাঙ্গনের আন্দোলন সংগ্রাম, সর্বোপরি প্রগাঢ় দেশপ্রেমের কথা উঠে এসেছে।