মুক্তির পর থেকে বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের মাতিয়ে চলেছে 'ম্যাড ম্যাক্স : ফিউরি রোড'। ২২ মে ঢাকার বসুন্ধরা শপিং মলের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ম্যাড ম্যাক্স সিরিজের এই চতুর্থ ছবি। এ ছবির মাধ্যমে ৩০ বছর পর রুপালি পর্দায় ফিরল ম্যাক্স। এবার এই চরিত্রে অভিনয় করেছেন টম হার্ডি। অ্যাকশন ও কল্পবিজ্ঞানধর্মী ছবির আঙিনায় বহুদিন পর ফিরলেন পরিচালক জর্জ মিলার। ১৯৭৯ সালে অমানবিক ও অপ্রীতিকর সমাজ সাজিয়ে তিনি নির্মাণ করেন 'ম্যাড ম্যাক্স'। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ আয়ের এই ছবি এক দশকের সবচেয়ে লাভজনক চলচ্চিত্র হিসেবে গিনেস রেকর্ড ধরে রেখেছে।