সম্প্রতি 'বেঁধেছি আমার প্রাণ' শিরোনামের রবীন্দ্রসংগীতের একটি অ্যালবাম প্রকাশ করেছেন কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। রবীন্দ্রসংগীতের প্রতি ভালোলাগা আর মায়ের ইচ্ছা পূরণের জন্যই অ্যালবামটি প্রকাশ করেন বলে জানান বাপ্পা মজুমদার। এবার নতুন খবর হচ্ছে প্রচলিত ফোক গান নিয়ে নতুন একটি অ্যালবাম করতে যাচ্ছেন এই গুণী শিল্পী। এ প্রসঙ্গে তিনি বলেন, 'এরই মধ্যে ফোক অ্যালবামের কিছু কাজ এগিয়ে নিয়েছি। বিভিন্ন শিল্পী ও মিউজিশিয়ানরা আমার সঙ্গে এ অ্যালবামে কাজ করছে। মাটির গানের কথা ও সুরের আদল ঠিক রেখে ভিন্ন আঙ্গিকের সংগীতায়োজনে শ্রোতাদের সামনে উপস্থাপন করতে চাই আমরা।
আশা করছি ভালো লাগবে।