সম্প্রতি ইউটিউবে স্যাম টুসি বিদ্যা, ও শঙ্কর মিলে রিলিজ করেছেন 'ছাইয়া ছাইয়া' গানটির রিমেক ভারসন। গানটি দেখে যারপরনাই মুগ্ধ বলিউড কিং শাহরুখ খান। কল্পনার জগতে নিজেকে যেন নিয়ে গেলেন সেই উঠতি যৌবনে।
শাহরুখ বলেছেন, প্রিয় গানগুলোর মধ্যে এটি একটি। এতদিনের পুরনো গানটি যে এখনো মানুষের মনে জায়গা করে রেখেছে ভাবতেই ভালো লাগছে। রিমেকটাও অত্যন্ত সুন্দর হয়েছে।
দিল সে সিনেমায় শাহরুখ খান ও মালাইকা আরোরা অভিনীত জনপ্রিয় গান 'ছাইয়া ছাইয়া'। চলন্ত ট্রেনের ওপর শাহরুখ-মালাইকা নেচেছিলেন এই গানটিতে। চমৎকার এই গানটি মুগ্ধ করেছিল সকল সিনেমাপ্রেমীদের। এবার শাহরুখ নিজেই মুগ্ধ তার আলোচিত গানটির নতুন ভারসন দেখে।
গানটির রিমেক দেখুন:https://www.youtube.com/watch?v=yHA9lxVhNdo
গানটির পুরনো ভার্সন দেখুন:https://www.youtube.com/watch?v=VKK_JZJywqk
বিডি-প্রতিদিন/২১ মে ২০১৫/ এস আহমেদ