এক সময়কার ঢাকাই চলচ্চিত্রের আলোচিত-সমালোচিত অভিনেত্রী মুনমুন। কিন্তু মাঝের বেশ কয়েকটি বছর তাকে চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়নি। তবে আবার চলচ্চিত্রে ফিরলেন এ অভিনেত্রী।
সরকারি অনুদানে 'কাঁসার থালায় রুপালি চাঁদ' ছবিতে অভিনয়ের মাধ্যমে আবারও রূপালি পর্দায় ফিরলেন মুনমুন। তবে এখন নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করতে চান বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
'কাঁসার থালায় রুপালি চাঁদ' সিনেমাটির সার্বিক ত্বত্তাবধানে থাকছেন গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। সিনেমাটি পরিচালনা করবেন অভিনেতা ড্যানি সিডাক। এতে অভিনয় করছেন চিত্রনায়িকা রত্না, সাজিদ ইফতেখার, মুনমুন, ড্যানি সিডাকসহ আরও অনেকে। গত ১৮ মে থেকে বিএফডিসিতে সিনেমাটির প্রথম লটের শুটিং শুরু হয়।
বিডি-প্রতিদিন/২১ মে, ২০১৫/মাহবুব