বলিউডের আলোচিত ‘দিল ধারকানে দো’ সিনেমার টিজার, ট্রেলার আর গান মুক্তির পর এবার প্রকাশিত হলো পোস্টার। বৃহস্পতিবার ‘দিল ধারকানে দো’ –এর টুইটার একাউন্ট থেকে পোস্টারটি প্রথমে পোস্ট করা হয়; এবং মতামত জানতে চাওয়া হয়।
এদিন, প্রকাশিত নতুন এই কালারফুল ও গ্ল্যামারাস ‘পোস্টার’টিতে আনুশকা ও রনবীরকে সাইকেল চালাতে দেখা যাচ্ছে।
জয়া আখতার পরিচালিত ‘দিল ধারকানে দো’ সিনেমার ট্রেলার দেখেই অনেকে মুগ্ধতার কথা জানিয়েছেন। ইউটিউবে মুক্তি দেয়া গানগুলিও ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
দিল ধারকানে দো’র টিজার, ট্রেলার আর গান দেখে অনেকে প্রশংসা করেছেন, মুগ্ধ হয়েছেন। এবার দেখা যাক্ পোস্টারে কতোটা মুগ্ধ হোন তারারা…!
বিডি-প্রতিদিন/২১ মে, ২০১৫/মাহবুব