পড়শি গানের মেয়ে। কিন্তু ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন অনেকবার। ছবি তুলতে তো বটেই, মিউজিক ভিডিওর জন্য ক্যামেরার সামনে অভিব্যক্তি দিতে হয়েছে। কিন্তু সেই ক্যামেরাকেই ভয় পাচ্ছেন পড়শি। কারণ তিনি এবার ক্যামেরার সামনে দাঁড়াবেন নতুন পরিচয়ে। অভিনেত্রী। তাও নাটক নয়, সরাসরি চলচ্চিত্রের অভিনেত্রী। তাই বুকে দুর দুর কাঁপন ধরাটাই স্বাভাবিক। 'মেন্টাল' ছবিতে তার অভিনয়ের কথা অনেকেই জানেন। কিন্তু তার অংশের শুটিং হয়নি এখনো। আগামী ২৪ মে তিনি শুটিংয়ে অংশ নেবেন। পড়শি ঢাকার বিভিন্ন লোকেশনে টানা তিন দিন ছবির দৃশ্যধারণে অংশ নেবেন। বর্তমানে তিনি কলকাতায় অবস্থান করছেন। পড়শি বলেন, 'ব্যস্ততার কারণে দীর্ঘদিন ধরে মেন্টাল ছবির কাজ শুরু করতে পারছিলাম না। অবশেষে আগামী রবিবার থেকে শুটিং শুরু হবে। এ নিয়ে প্রযোজকের সঙ্গে যাবতীয় আলোচনাও চূড়ান্ত হয়েছে। তার কাছ থেকে জেনেছি, স্ক্রিপ্টের প্রয়োজনে আমার অংশের শুটিং রাতভর চলতে পারে।'
'মেন্টাল' ছবিতে পড়শিকে একজন সংগীতশিল্পীর ভূমিকায় দেখা যাবে। তার ভক্তের চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক শাকিব খান। পড়শি এ ছবিতে অভিনয়ের পাশাপাশি একাধিক গানে প্লেব্যাক করেছেন। পড়শি আরও বলেন, 'এ ছবিতে আমার কণ্ঠে বেশকিছু গান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- 'মন নাজেহাল' শিরোনামের গানটি। কারণ এ গানে আমার সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন বলিউড সংগীতশিল্পী শান। এ গানটির সুর-সংগীত করেছেন ওপার বাংলার সংগীত পরিচালক ডাব্বু।'
এদিকে, স্টেজ শো ও চলচ্চিত্রের গানের পাশাপাশি ক্যারিয়ারের চতুর্থ একক অ্যালবামের কাজ শুরু করছেন পড়শি। এবার অ্যালবাম আকারে প্রকাশের আগেই নতুন গানগুলো অনলাইনে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অডিও বাজারের বর্তমান অবস্থা ও শ্রোতাদের চাহিদার কথা ভেবেই এ সিদ্ধান্ত নিয়েছেন পড়শী।