অভিনয়ের ব্যস্ততা কেমন?
সামনে ঈদ, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে আমাদের ব্যস্ততা। ঈদের জন্য এরই মধ্যে কয়েকটি নাটকের কাজ শেষ করেছি। এর মধ্যে রয়েছে সোমেশ্বর অলির রচনায় 'পেন্ডুলাভ', শেখ সেলিমের 'একটু সন্ধ্যার আগে' প্রভৃতি। এ ছাড়া সামনে আরও বেশ কয়েকটি ঈদের নাটকে কাজ করার কথা চলছে। ঈদ যত এগিয়ে আসছে, ব্যস্ততা তত বাড়ছে। তাই কাজের মধ্যে ডুবে থাকতে ভালোই লাগছে।
শুনলাম নতুন একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন?
হ্যাঁ, অনেক দিন ধরেই একটি ভালো পণ্যের বিজ্ঞাপনের মডেল হওয়ার অপেক্ষায় ছিলাম। তিব্বতের সঙ্গে ব্যাটে-বলে মিলে গেছে তাই চুক্তি করে ফেললাম। পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারলে বিজ্ঞাপনটি মানুষের নজর কাড়বে, এ ব্যাপারে নিশ্চিত। আশা করছি, কাজটি আমার ক্যারিয়ারের একটি মাইলফলক হয়ে থাকবে। সবকিছু ঠিক থাকলে জুনের মাঝামাঝি কলকাতায় বিজ্ঞাপনটির কাজ শুরু হবে।
উপস্থাপনা কেমন চলছে?
উপস্থাপনা নিয়ে আমি খুব বেশি চিন্তিত নই। নিতান্তই শখের বশে এটি আমার করা হয়। অনেক টিভি চ্যানেল থেকে উপস্থাপনার প্রস্তাব পাই, কিন্তু আমি রাজি হই না। বর্তমানে আমি দুটি চ্যানেলে দুটি অনুষ্ঠান উপস্থাপনা করি। সেটাও চাপ মনে হয়। আসলে আমি অভিনেত্রী হতে চাই, উপস্থাপিকা নই।
আপনি তো একটা সময়ে নাচতেন, এখন কোনো অনুষ্ঠানে আপনাকে সেভাবে দেখা যাচ্ছে না কেন?
ছোটবেলায় টানা চার-পাঁচ বছর নাচের তালিম নিয়েছি। নাচটা আমার অন্যরকম ভালোবাসার জায়গা। এটা ঠিক যে, আমি নাচে নিয়মিত নই। পড়াশোনার চাপের কারণে আমি নাচ থেকে সরে আসি। কিন্তু নাচের প্রতি আমার ভালোবাসা বিন্দুমাত্রও কমেনি। তবে টেলিভিশন থেকে যদি কোনো নাচের অনুষ্ঠানের প্রস্তাব পাই তাহলে আমি কিন্তু সানন্দে রাজি হই। আমি শাস্ত্রীয় নৃত্যে তালিম নিয়েছি। আর এখন অভিনয়ের প্রস্তুতি নিচ্ছি। মনোযোগ দিয়ে অভিনয় করতে চাই। আর নাচ জানা থাকলে এঙ্ট্রা যোগ্যতা।
চলচ্চিত্রে অভিনয় নিয়ে কী ভাবছেন?
প্রতিদিনই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পাচ্ছি। বড়পর্দা সব সময় একজন অভিনয়শিল্পীর জন্য অন্যরকম ভালো লাগার ব্যাপার। আমি মনে করি, চলচ্চিত্রে অভিনয়ের জন্য একজন অভিনয়শিল্পীর সঠিক সময়ের দরকার। আমার মনে হয় এখনো আমার সেই সময়টা আসেনি। আমি যখন নিজেকে পুরোপুরি চলচ্চিত্রে উপযোগী মনে করব সেদিন থেকে চলচ্চিত্রে অভিনয় শুরু করব। নিজেকে প্রস্তুত মনে করছি না বলেই অনেক প্রস্তাব ফিরিয়ে দিচ্ছি।
চলচ্চিত্রে কাজ করার ক্ষেত্রে আপনি কোন বিষয়টাকে প্রাধান্য দেবেন?
অবশ্যই ভালো গল্প, ভালো পরিচালক, কো-আর্টিস্ট। অনেক ছবির প্রস্তাব আসছে। এর মধ্যে যে ভালো ছবির প্রস্তাব পাইনি তা কিন্তু নয়। আমি আসলে অপেক্ষা করতে চাই। বাংলাদেশের চলচ্চিত্রে কবরী আপাই আমার আদর্শ। আর বাইরের দেশের মধ্যে দীপিকা পাড়ুকোন আমার আদর্শ। তাকে আমার অসম্ভব ভালো লাগে।
শোবিজে কাজ করার শুরুটা কীভাবে ছিল?
আমি আগেই বলেছি, আমার পরিবারের কেউ শোবিজে কাজ করত না। ছোটবেলা থেকে নাচ করতাম। পড়াশোনার চাপের কারণে একটা সময় নাচ বন্ধ করে দিই। ২০১১ সালের শেষ দিকে হঠাৎ একটা ফ্যাশন শোর প্রস্তাব পাই। এরপর ফটোশুটেরও প্রস্তাব আসে। শখের বশে কাজগুলো করি। আস্তে আস্তে আরও কিছু কাজের প্রস্তাব পাই। ২০১২ সালের মাঝামাঝি কাজ করি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির একটি বিজ্ঞাপনচিত্রে। অমিতাভ রেজা নির্দেশিত এ বিজ্ঞাপনচিত্রটি আমার শোবিজ ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট। এরপর কীভাবে যেন শোবিজের সঙ্গে জড়িয়ে গেলাম।
আলী আফতাব