গায়ক থেকে নায়ক হয়েছেন অনেকেই। সেই তালিকায় শুধু বাংলাদেশি তারকাই নন, সারা বিশ্বের তারকারাও রয়েছেন। আর নতুন করে তালিকায় নাম লেখাচ্ছেন সংগীতশিল্পী ইমরান। তিনি অভিনয় করছেন। অর্থাৎ গায়ক নন, নায়ক হিসেবে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন।
ইমরান গান দিয়ে শ্রোতাদের মন জয় করেছেন। সময়ের জনপ্রিয় তরুণ সংগীতশিল্পী তিনি। আর তাই তাকে অভিনয়ে নিয়ে ভিন্নমাত্রা যোগ করার চেষ্টা করেছেন নির্মাতা মাহমুদুর রহমান হিমি। ঈদের জন্য নির্মিত 'মিউজিক ক্যাফে' নামের একটি নাটকে অভিনয় করতে দেখা যাবে ইমরানকে। শিল্পীর সঙ্গে কথা চূড়ান্ত হয়েছে। তিনি স্বাচ্ছন্দ্যেই রাজি হয়েছেন। এখন শুধু শুটিংয়ে অংশ নেওয়া বাকি।
ইমরান বর্তমানে ঢালিউড অ্যাওয়ার্ডস এবং স্টেজ শোর জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি দেশে ফিরবেন ২৬ মে। এসেই শুটিংয়ে অংশ নেবেন বলে জানা গেছে। ইমরান বলেন, 'আমি গানের মানুষ। নিজের গানের মিউজিক ভিডিও ছাড়া আর কোথাও এখনো অভিনয় করা হয়নি। তবে হিমি ভাই হঠাৎ আমাকে নাটকে অভিনয়ের প্রস্তাব দেন। পরে নাটকের গল্প পছন্দ হওয়ায় অভিনয় করতে রাজি হয়েছি। সবকিছু ঠিক-ঠাক থাকলে দেশে ফিরেই শুটিংয়ে অংশ নেব।'
অন্যদিকে পরিচালক হিমি বলেন, একজন কণ্ঠশিল্পীর জীবনের কাহিনী নিয়েই নাটকের গল্প। এ জন্য এই চরিত্রের জন্য ইমরান ভাইয়ের কথা আমার মাথায় আসে। এরপর তাকে গল্প শোনালে তিনি রাজি হন। আশা করি ঈদে দর্শকদের চমক দিতে পারবে এই নাটকটি।
ইমরান চ্যানেল আইয়ের সেরা কণ্ঠ দিয়ে সংগীতাঙ্গনে প্রবেশ করেন। এরপর থেকে এককভাবেই গান করে যাচ্ছেন। নিজের ভক্ত সংখ্যাও অনেক। তাই তাদের কাছে ইমরানের অভিনয় ভিন্নমাত্রার স্বাদ।