অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের মা গোপা মুখোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।
অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের স্ত্রী গোপা দেবী জন্ডিসে আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে। ক্রমেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বিকল হতে শুরু করে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ। অবশেষে মৃত্যুর মুখে ঢলে পড়েন স্বস্তিকার মা।
মাকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন স্বস্তিকা।