ভারতের মুম্বাইয়ের গোরেগাঁওয়ের ফিল্মসিটিতে বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের শ্যুটিংস্পটের ২০ ফুট দূরে এলাপাতাড়ি গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ফিল্ম সিটির ক্যাবল অপারেটর রাজু শিন্দ গুলিবিদ্ধ হয়েছেন।
এদিকে, একজন নিহত হয়েছেন বলে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারে অমিতাভ নিজেই জানিয়েছেন। পুরো ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ।
শুক্রবার দুপুর ২টার দিকে বলিউডের সবচেয়ে পছন্দের শুটিংয়ের লোকেশনগুলির অন্যতম গোরেগাঁওয়ের ফিল্মসিটিতে হঠাৎ গুলি চালায় মোটরসাইকেলে চেপে আসা দুজন অজ্ঞাতপরিচয় হামলাকারী। এসময় তারা রাজু শিন্দেকে নিশানা করে গুলি তিন রাউন্ড গুলি চালায়। ওই সময় রাজু একটি গাছের তলায় চেয়ারে বসেছিলেন। দু’টি গুলি তাঁকে ছুঁয়ে বেরিয়ে গেলেও একটি গুলি তাঁর পেটে লাগে। রাজুকে লাইফ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর স্থানীয় লোকেরা দুই দুর্বৃত্তের মধ্যে একজনকে ধরে পুলিশের হাতে তুলে দেন। তবে অপরজন পালিয়ে যেতে সক্ষম হয়। কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে এবং কেন রাজু শিন্ডের ওপর গুলি চালানো হল তা তদন্ত করে দেখছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ কমিশনার ফতে সিংহ পাতিল জানিয়েছেন, কাছের জঙ্গলে ফেসে যাওয়া আততায়ীদের মোটরসাইকেলটি বাজেয়াপ্ত করা হয়েছে।
ঘটনার পরপরই বিগ বি টুইট করে জানিয়েছেন, তিনি যেখানে শ্যুটিং করছিলেন, তার মাত্র ২০ ফুট দূরেই গুলি চলেছে। গ্যাং-যুদ্ধের স্টাইলে গুলি চলেছে। তিনি লিখেছেন, ওকে! ফিল্মসিটিতে গুলি।গ্যাং-যুদ্ধের ধাঁচে গুলি আমরা যেখানে, সেখান থেকে ২০ ফুট দূরে। একজন প্রাণ হারিয়েছে। পুলিশে ছয়লাপ।
বিডি-প্রতিদিন/২২ মে, ২০১৫/মাহবুব