ভাড়াটে হিসেবে স্বামী ডেনিয়েল ওয়েবারকে নিয়ে সেলিনা জেটলির বাসায় উঠেছিলেন সাবেক পর্নতারকা ও বর্তমান বেবিডল খ্যাত বলিউড তারকা সানি লিওন। কিন্তু বেশিদিন থাকতে পারলেন না। বাড়ি নোংরা এবং ব্যাচেলর মেসের মতো করে ফেলার দায়ে তাকে গৃহচ্যুৎ করেছেন সেলিনা। এমন প্রতিবেদনই ছেপেছে ভারতের শীর্ষ একটি দৈনিক।
জানা গেছে, মুম্বাইয়ে অভিনেত্রী সেলিনা জেটলির নিজের বাসায় ভাড়া উঠেছিলেন ইন্দো-কানাডিয়ান বংশদ্ভূত বলিউডের হিট অভিনেত্রী সানি লিওন এবং তার স্বামী ডেনিয়েল ওয়েবার। কিন্তু বাড়ি নোংরা এবং মেস করে ফেলানোর দায়ে সেই বাড়ি থেকে তাদের বের করে দেন। যদিও এ বিষয়ে সানি লিওন কিংবা সেলিনা জেটলির কোনো দায়িত্বশীল বক্তব্য এখনো পাওয়া যায়নি।
তবে অনেকে মনে করছেন, বাড়ি নোংরা করে রাখার জন্য নয়, আসলে উগ্রপন্থিদের ভয়েই সানি লিওনকে গৃহচ্যুত করেছেন অভিনেত্রী সেলিনা জেটলি। কারণ ক’দিন ধরেই সানি লিওনের নামে হিন্দু উগ্রপন্থিসহ অনেক সাধারণ মানুষও অশ্লীলতার মামলা করে যাচ্ছেন। তারা মনে করছেন, সালি লিওন বলিউডকে যৌনতার জোয়ারে ভাসিয়ে ভারতের কৃষ্টি ও সংস্কৃতিতে আঘাত হানছেন।
সেলিনা জেটলি হয়তো এসব উটকো ঝামেলা এড়িয়ে যেতেই সানিকে তার ফ্ল্যাট থেকে বের করে দিয়েছেন বলে ধারণা অনেকের।
বিডি-প্রতিদিন/২৩ মে ২০১৫/আহমেদ