শুক্রবার ঢাকাসহ সারাদেশে একযোগে মুক্তি পেয়ে লাক্স চ্যানেল আই সুপারস্টার বিজয়ী প্রসূন আজাদ অভিনীত চলচ্চিত্র 'অচেনা হৃদয়'। মুক্তির প্রথম দিন প্রসূন ঘুরে বেড়িয়েছেন হলে হলে, গিয়েছেন ঢাকার মধুমিতা হলে, টঙ্গির চম্পাকলি আর নারায়নগঞ্জের মতিমহল সিনেমা হলে। পূর্বে নাটকে অভিনয় করলেও বড় পর্দায় অভিনয় করা হয়নি। তাই তো নিজেকে বড় পর্দায় দেখে কেমন লাগলো? এমন প্রশ্ন করতেই জবাবে প্রসূন বললেন, আমি বলে বোঝাতে পারবো না। জীবনে প্রথম নিজেকে বড় পর্দায় দেখলাম। এ অনূভুতি ভাষায় প্রকাশ করার মতো না।’
হলে ঘুরে নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে প্রসূন বলেন, আগে নাটক দেখে দু’একজন পরিচিত মানুষের কাছ থেকে ভালো লাগা, মন্দ লাগা জানতে পারতাম। কাল সিনেমা মুক্তির পর প্রচুর প্রিয়জন, ভক্ত, শুভাকাঙ্খী শুভেচ্ছা জানিয়েছেন। অনেকদিনের শখ ছিলো মধুমিতা হলে যাবো, সেখানে গিয়ে নিজের সিনেমা দেখেছি। ভক্তদের সঙ্গে সেলফি তুলেছি। নারায়নগঞ্জের মতিমহলে গিয়ে দেখি দর্শকের ঢল নেমেছে। সবচেয়ে মজার ব্যাপর হলো আমার ছবি দেখার জন্য ৫০ টাকার টিকিট ১০০টাকায় ব্ল্যাক হয়েছে। জীবনে প্রথম টিকিট ব্ল্যাক হতে দেখলাম। টিকিট ব্ল্যাক করা ভালো নয় জানি তবু নিজের সিনেমার টিকেট ব্ল্যাক হয়েছে দেখে আনন্দিত হয়েছি’ -হাসতে হাসতে বললেন প্রসূন।
এদিন প্রসূনের সঙ্গী ছিলেন 'অচেনা হৃদয়' এর নির্মাতা এস আই খান, নায়ক সুমন আর ভিলেন টাইগার রবি। প্রথম দিনেই সিনেমার দর্শকগ্রহনযোগ্যতা দেখে আনন্দে নায়ক সুমনকে প্রকাশ্যেই চুমু খেয়ে ফেলেন প্রসূন। সে দৃশ্য আবার ক্যামেরা বন্দীও হয়েছে। এ নিয়ে সংবাদ মাধ্যমে চলছে চলছে অনেক আলোচনা- সমালোচনা। এ প্রসঙ্গে প্রসূন বলেন, ওই যে নচিকেতার একটা গান আছে না? প্রকাশ্যে চুমু খাওয়া এই দেশে অপরাধ, ঘুষ খাওয়া কখনোই নয়। সেটাই বলবো। সুমন আমার খুবই ভালো বন্ধু। ওকে চুমু খাবো নাতো কাকে খাবো।’
বিডি-প্রতিদিন/২৩ মে, ২০১৫/মাহবুব