গাড়ি চাপা দিয়ে পথচারী হত্যা মামলার বোঝা এখনো তার ঘাড়ে। এখন নিশ্চিত নয়, তিনি এই মামলা থেকে অব্যহতি পাবেন কি না। তবে বলিউডের বাউন্ডারি ছেড়ে হলিউডে পাড়ি দিতে পারেন তিনি। হ্যাঁ, বলা হচ্ছে বলিউড সুপারস্টার সালমান খানের কথা।
শুরুটা অবশ্য করেছিলেন সালমান খান। টুইটারে তিনি হলিউড সুপারস্টার সিলভেস্টার স্ট্যালোনের ভূয়সি প্রসংশা করেন। এরপর তার উত্তর দিয়েছেন এই অ্যাকশন হিরো। তিনি এক টুইটার বার্তার মাধ্যমে সালমান খানকে ধন্যবাদ জানিয়েছেন। শুধু তাই নয়, সিলভেস্টার, সালমানের সঙ্গে একই সিনেমার কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন।
তিনি জানিয়েছেন, ‘আমরা একসঙ্গে যেকোনো একটা অ্যাকশন সিনেমায় কাজ করতেই পারি। তিনি প্রস্তাব দিয়েছেন, দ্য এক্সপ্যান্ডেবলের নতুন সিক্যুয়েলে একসঙ্গে কাজ করার বিষয়ে।
সম্প্রতি সালমান টুইটারে লিখেছিলেন, হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন হলেন ‘হিরো অফ ইওর হিরো’। তিনি আরও লেখেন, বলিউডের বাইরে বিশেষ করে হলিউডে কাউকে অনুসরণ করতে হলে স্ট্যালনকে করুন।
দ্য এক্সপেন্ডেবলস সিরিজের প্রথম সিনেমা মুক্তি পায় ২০১০ সালে। এরপর ২০১২ সালে দ্য এক্সপেন্ডেবলস-টু ও ২০১৪ সালে দ্য এক্সপেন্ডেবলস-থ্রি মুক্তি পায়।
অ্যাকশনে ভরপুর সবকটি সিনেমাই ব্যবসায়িক সাফল্য পেয়েছে। এবার দেখার বিষয় আগামী দ্য এক্সপেন্ডেবলস-এর পরবর্তী সিরিজে দুই সুপারস্টারকে একসঙ্গে দেখা মেলে কি না।
বিডি-প্রতিদিন/২৩ মে, ২০১৫/মাহবুব