যুগ ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষের ধ্যান-ধারণার পরিবর্তন ঘটেছে। দর্শক এখন শুধু সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে যেতে চায় না। একই সঙ্গে শপিং, খাওয়া-দাওয়া থেকে শুরু করে আনুষঙ্গিক কাজ সারতে চায়। এটি সম্ভব সিনেপ্লক্সের মাধ্যমে। তাই বিশ্বব্যাপী এখন সিনেপ্লেক্স কালচার গড়ে উঠেছে। স্বচ্ছন্দ্যে এবং যুগোপযোগী ব্যবস্থার মাধ্যমে ছবি দেখতে পারে বলে সিনেপ্লেক্সগুলোতে ভিড় লেগেই থাকে। আমাদের দেশেও সিনেপ্লেক্স চালু হয়েছে। তাতে উপচে পড়া দর্শক দেখা যায়। দুঃখের বিষয় হলো ঢাকার বাইরে এখনো কোথাও সিনেপ্লেক্স নির্মাণ হয়নি। সরকারের কাছে চলচ্চিত্রকারদের দীর্ঘদিনের দাবি এই ব্যবসার পুনরুজ্জীবনের জন্য প্রতিটি জেলায় সরকারি সহায়তায় সিনেপ্লেক্স নির্মাণ করা হোক। বিষয়টি উপলব্ধি করে সরকার এ ব্যাপারে ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে। চলচ্চিত্রকারদের নিয়ে গঠন করা হয়েছে বেশ কয়েকটি কমিটি। কমিটির রিপোর্টের ভিত্তিতে শিগগিরই শুরু হবে দেশব্যাপী সিনেপ্লেক্স নির্মাণ। তা ছাড়া প্রতি জেলায় তথ্য অফিসে সিনেপ্লেক্স নির্মাণের উদ্যোগ রয়েছে সরকারের। এসব তথ্য জানিয়ে চলচ্চিত্রকাররা বলছেন, চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে এ ব্যবস্থার ব্যাপকতা প্রয়োজন।
নায়ক রাজ রাজ্জাক বলেন, চলচ্চিত্র ব্যবসার উন্নয়নে সিনেপ্লেক্সের বিকল্প নেই। বিশ্বের মানুষের দৃষ্টিভঙ্গি ও রুচি পাল্টেছে। এই পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে এগোতে পারিনি বলেই আমরা পিছিয়ে গেছি। এ ব্যবস্থার প্রসার ঘটলে দর্শক-নির্মাতা-হল মালিকসহ সংশ্লিষ্টরা উপকৃত হবে।
চলচ্চিত্রকার আজিজুর রহমান বলেন, চলচ্চিত্র শিল্পের প্রসারে সিনেপ্লেক্স নির্মাণ জরুরি। টিকিটের মূল্য সাধারণ মানুষের নাগালে রাখা এবং সব ধরনের ছবি প্রদর্শনের ব্যবস্থা থাকা প্রয়োজন। এতে নির্মাতারা মানসম্মত ছবি নির্মাণে উৎসাহিত হবে এবং দেশীয় চলচ্চিত্র শিল্পে প্রাণের সঞ্চার ঘটবে।
চলচ্চিত্রকার কাজী হায়াৎ বলেন, প্রেক্ষাগৃহের আধুনিকায়ন করা ও চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে সরকার। প্রধানমন্ত্রী ইতিমধ্যে বেশ কয়েকবার বলেছেন, প্রতিটি জেলায় সিনেপ্লেক্স নির্মাণ করা হবে। এই উদ্যোগ বাস্তবায়ন হলে চলচ্চিত্র শিল্প বেঁচে যাবে। তা ছাড়া জেলাগুলোতে যে সরকারি অডিটোরিয়াম রয়েছে সেখানে যদি সরকার চলচ্চিত্র প্রদর্শনের আপাতত অনুমতি দেয় তাহলে সমস্যার সমাধান সম্ভব। দেশের ২০ জেলায় সিনেপ্লেক্স নির্মাণে এ বছরের বাজেটে বরাদ্দ দিলে পরিস্থিতির আরও উন্নতি হবে। চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সভাপতি কাজী ফিরোজ রশীদ বলেন, প্রেক্ষাগৃহকে আধুনিক অর্থাৎ সিনেপ্লেক্স নির্মাণ করতে গেলে যে অর্থের প্রয়োজন তা হল মালিকদের নেই। সরকারি অনুদান পেলে প্রেক্ষাগৃহকে নিঃসন্দেহে আধুনিক করে গড়ে তোলা সম্ভব হবে। এতে ছবির ব্যবসা আবার প্রাণ ফিরে পাবে।
চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিন বলেন, বিশ্বব্যাপী সিনেপ্লেক্স্ সংস্কৃতি গড়ে উঠেছে। এটি করতে হলে প্রথমে মার্কেটে এনওসি প্রথা বাতিল করতে হবে। ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে কমপক্ষে তিন-চারটি করে সিনেপ্লেক্স গড়ে তুলতে হবে।
প্রযোজক সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, সিনেপ্লেক্স ছাড়া চলচ্চিত্র ব্যবসা ধরে রাখা সম্ভব নয়। বর্তমানে এটি উচ্চাভিলাষ নয়, বাস্তবতা। চলচ্চিত্রের উন্নয়নে এই বাস্তবতাকে অনেক আগেই মেনে নেওয়া উচিত ছিল। তাহলে চলচ্চিত্র ব্যবসায় ধস নামত না। শিগগিরই সিনেপ্লেক্সের সংখ্যা বাড়ানো দরকার।
চলচ্চিত্র পরিচালক সমিতির সিনিয়র সহ-সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, দর্শক এখন শুধু সিনেমা দেখতে চায় না। একই সঙ্গে শপিং, খাওয়া-দাওয়া, বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা চায়। সিনেপ্লেক্সের সংখ্যা বাড়াতে পারলে একটি ছবিতে কমপক্ষে ১০ কোটি টাকার ব্যবসা হবে। সরকার যদি নামমাত্র সুদে ১০ বছরের জন্য সিনেপ্লেক্স নির্মাণে ব্যাংক লোন দেয় তাহলে চলচ্চিত্র শিল্প বেঁচে যাবে।
চলচ্চিত্র এডিটরস গিল্ডের সভাপতি আবু মুসা দেবু বলেন, যুগ ও প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে হবে। এ ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি বলে আমাদের চলচ্চিত্র বেহাল দশায় পড়েছে। দর্শক সিনেমা দেখতে চায়। কিন্তু ভালো পরিবেশের অভাবে তারা হলে যেতে পারছে না। সরকারকে সহজ শর্তে লোন দিতে হবে, যাতে
মান্ধাতা আমলের হল ভেঙে সেখানে মাল্টিপ্লেক্স গড়ে তোলা যায়।
চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শাকিব খান বলেন, এখন বিশ্বজুড়ে সিনেপ্লেক্স কালচার চলছে। সিনেমা হচ্ছে আয়েশি বিনোদন। দর্শক সিনেমা দেখা, শপিং করাসহ অনেক কাজ একসঙ্গে করতে চায়। তাই সিনেপ্লেক্স ব্যবস্থা এখন বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করেছে। পার্শ্ববর্তী ভারতেও এ ব্যবস্থা ব্যাপক হারে প্রসার ঘটায় তাদের চলচ্চিত্র শিল্প রমরমা অবস্থায় রয়েছে।
উচ্চ মধ্যবিত্ত পরিবারকে সিনেমা হলে ফিরিয়ে আনতে এখন সিনেপ্লেক্সের বিকল্প নেই। সিনেপ্লেক্সের প্রসারের মাধ্যমেই সিনেমা ব্যবসা বাঁচানো সম্ভব।
শিরোনাম
- নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত ঢাবি শিক্ষার্থী সাম্য
- কে এই রাফাল ধ্বংসকারী পাকিস্তানি নারী পাইলট আয়েশা?
- আফগানদের জন্য অস্থায়ী সুরক্ষা মর্যাদা বাতিল করলেন ট্রাম্প
- শেখ হাসিনাকে যেভাবে ফিরিয়ে আনা সম্ভব, জানালেন দুদক চেয়ারম্যান
- ভারতের অরুণাচলের ২৭ জায়গার নতুন নামকরণ করল চীন
- বিচারপ্রার্থীদের সেবা সহজ করতে এবার সব আদালতে পৃথক হেল্পলাইন
- শিক্ষার্থীদের নতুন বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টার
- দোকানের কর্মচারীদের ব্যস্ত রেখে ১০০ ভরি স্বর্ণ নিয়ে চম্পট পাঁচ নারী
- মোংলা বন্দরে পাঁচ কোটি টাকার অবৈধ সিগারেট জব্দ
- মারামারির মামলায় ছেলেকে পুলিশে দিলেন বাবা
- ক্ষতিগ্রস্ত তিন রিকশাচালককে ডিএনসিসির অনুদান ও চাকরির আশ্বাস
- প্রচণ্ড তাপদাহের পর কুড়িগ্রামে বৃষ্টিতে জনজীবনে স্বস্তি
- মুস্তাফিজের আইপিএল অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা!
- জাপানে সামরিক প্লেন বিধ্বস্ত
- ‘সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ জায়গায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে’
- আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়ল টাইগাররা
- সাম্যের গ্রামের বাড়িতে শোকের মাতম, দোষীদের ফাঁসির দাবি
- জুলাই অভ্যুত্থান: জাতিসংঘের রিপোর্টকে ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষণে রুল
- দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা জবি শিক্ষার্থীদের
- সাম্য হত্যা : ঢাবিতে বৃহস্পতিবার শোক, অর্ধদিবস ক্লাস-পরীক্ষা বন্ধ
চলচ্চিত্রকে বদলাতে পারে সিনেপ্লেক্স
আলাউদ্দীন মাজিদ
অনলাইন ভার্সন

এই বিভাগের আরও খবর