ঈদের জন্য মোশাররফ করিম ও ফারিয়া জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন 'ফাঁদ' শিরোনামের একটি ছয় পর্বের ধারাবাহিকে। এটি নির্মাণ করছেন তুহিন হোসেন। পরিচালক বলেন, 'আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই কাজটি শেষ হবে এবং এক বছরের প্রস্তুতির কারণে আরও নিখুঁতভাবে কাজ করা সম্ভব হচ্ছে। শুটিং হচ্ছে উত্তরার আশ্রয় শুটিং হাউসে।' মোশাররফ করিম বলেন, 'গল্পটা চমৎকার। গত বছরই কাজটি করার ইচ্ছা প্রবল ছিল। শুরুও করেছিলাম। কিন্তু সময় মেলাতে পারলাম না। তাই এ বছর আগে থেকেই শিডিউল ঠিক করে রেখেছি।'
ফারিয়া বলেন, 'মোশাররফ করিমের সঙ্গে এটা ছিল আমার প্রথম কাজ। তাই কাজটি নিয়ে গত বছরই এক্সাইটেড ছিলাম। কিন্তু না হওয়ায় মন খারাপ হয়েছিল। শেষ পর্যন্ত কাজটি হচ্ছে বলে ভীষণ খুশি।' 'ফাঁদ' রচনা করেছেন আসাদুজ্জামান সোহাগ।