বিজ্ঞাপনে জুটি বাঁধলেন ফেরদৌস ও মিম। জাপান-বাংলাদেশের যৌথ আয়োজনে একটি হাউজিং কোম্পানির বিজ্ঞাপনে কাজ করলেন তারা। ফেরদৌস বলেন, চমৎকার নির্মাণশৈলীতে মুগ্ধ আমি। গ্রান্ড সুলতানে এর শুটিং হয়েছে। পানির নিচে ইন্টারেস্টিং কিছু শর্ট নেওয়া হয়েছে। দর্শকের অবশ্যই ভালো লাগবে। এদিকে ফেরদৌস সম্প্রতি আরএফএল গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন। প্রতিষ্ঠানটির ছয়টি বিজ্ঞাপন চিত্রে কাজ করবেন তিনি। এর মধ্যে একটির কাজ সম্পন্ন হয়েছে। ফেরদৌস জানান, তার অভিনীত তিনটি ছবি এখন মুক্তির অপেক্ষায় আছে। এগুলো হলো- শূন্য হৃদয়, লিডার, স্বর্গ থেকে নরক। ওপার বাংলায়ও প্রায় অর্ধ ডজন ছবি মুক্তি পাবে। ঈদের পর আবার প্রযোজনায় আসবেন ফেরদৌস। তার কথায় গল্প বাছাইয়ের কাজ চলছে। সুন্দরবন অথবা মুক্তিযুদ্ধের কাহিনী নিয়ে এবার চলচ্চিত্র নির্মাণ করব।