বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে অভিজাত আসর কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে আজ। বাংলাদেশ সময় মধ্য রাতে পুরস্কার ঘোষণার মাধ্যমে শেষ হবে ৬৮তম জমকালো এই আসর। টানা ১২ দিন চলা এই উৎসবে অংশ নিয়েছেন বিশ্বের নামি-দামি সব তারকা। হলিউড থেকে বলিউড, ইরান থেকে চীন- কোন অঞ্চলের তারকাদের নাম নেই তালিকায়? সবাই আছেন। বিশেষ করে দক্ষিণ এশিয়া অঞ্চলে ঐশ্বরিয়া রাই বচ্চন, সোনম কাপুর, নন্দিতা দাশ, মলি্লকা শেরওয়াতরা অংশ নিয়ে উত্তাপ বাড়িয়েছেন। এবার ঐশ্বরিয়া রাই বচ্চনকে দেখা গেছে বেশ সরব উপস্থিতি। তিনি বলেন, 'দিন ফুরিয়ে এসেছে। বিগত কয়েক বছর ধরে অংশ নিচ্ছি এ আসরে। ভালো লাগে খুব। বিশ্ব চলচ্চিত্র কর্মীদের সঙ্গে দেখা হয়, আড্ডা হয়, সময়টা খুব উপভোগ্য হয়।' এদিকে সোনম কাপুরও খুব খুশি উৎসবে অংশ নিতে পেরে। তিনি বলেন, 'খুব আগ্রহ নিয়ে এবার উৎসবে অংশ নিয়েছি। এর জন্য আমার পূর্ব প্রস্তুতিও ছিল বেশ লম্বা' কানে শুধু আড্ডা আর চলচ্চিত্র প্রদর্শনীই হয়নি, ঘটেছে মজার ঘটনাও। যেমন জ্যাকি চ্যান এ আসরে এসে বলেছেন, 'আমি এখনো মরিনি, বেঁচে আছি।' তাকে নিয়ে মৃত্যুর গুজব ছড়ানোয় তিনি মজা করে এ কথা বলেছেন। তিনি যে মজার মানুষ এটা আবারও প্রমাণ করেছেন উৎসবে অংশগ্রহণকারী সবাইকে মুগ্ধ করে।
আড্ডা-মজা-ছবি দেখা অনেক হয়েছে। এখন সবার নজর শুধুই পুরস্কারের দিকে। কোয়েন ভ্রাতৃদ্বয় পুরস্কার ঘোষণা দিয়ে উৎসবের সমাপ্তি টানবেন। কিন্তু কোন ছবিগুলো পুরস্কার পাবে তা নিয়েই চলছে জল্পনা-কল্পনা। তবে বিজয়ী যারাই হোন, সবাই কিন্তু আন্তরিক করতালিতে তা গ্রহণ করেন। এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেমেছে 'টেল অব টেলস', 'ক্যারল', 'আওয়ার লিটল সিস্টার্স', 'ইয়ুথ', 'ধিপান', 'মাই মাদার', 'সান অব সাউল', 'অ্যা টাচ অব সিন' নামের ছবিগুলো। এসব ছবির প্রযোজক-নির্মাতা থেকে কলাকুশলী সবারই দমবন্ধ অবস্থা- কী হতে যাচ্ছে। পুরস্কার ঘোষণার পর হয়তো মন খারাপ হবে, নয়তো উচ্ছ্বাস প্রকাশ করবেন। কিন্তু পুরস্কার ঘোষণার আগ পর্যন্ত কেউ স্বস্তি পাচ্ছেন না।