সানি লিওনকে ঘিরে বিতর্কের শেষ নেই। যেদিন থেকে বলিউডে পা রেখেছেন সেদিন থেকে নানা বিতর্ক ঘিরে রেখেছে তাকে। সম্প্রতি তার অফিসিয়াল ওয়েবসাইটে পর্নো ভিডিও থাকায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। কিন্তু সব বিতর্ককে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে চুটিয়ে কাজ করে চলেছেন তিনি। 'স্পিলটসভিলা'র জন্য এখন তিনি শুটিং করছেন। সে ছবি তিনি শেয়ার করেছেন তার ফ্যানদের জন্য। এম টিভির 'স্পিলটসভিলা'র অষ্টম সিজনে অ্যাঙ্কর সানি।