জি-টিভিতে রাত ১২টায় হরর মেগা সিরিয়াল 'ডেইলি ফ্রাইট নাইট'। সপ্তাহের প্রতি শুক্র থেকে বুধবার প্রচার হয় এই মেগা হরর সিরিয়াল। তানিম রহমান অংশুর গল্প ও পরিচালনায় হরর এই মেগা ধারাবাহিকের চিত্রনাট্য করেছেন শাকিব হাসান বাঁধন। অভিনয় করেছেন- তানভিন সুইটি, মিশু সাব্বির, স্বাগতা, শ্যামল মাওলা, অদিতি মাহমুদ, মুন ইসলাম, সাবা প্রমুখ।