বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনকে লক্ষ্য করেই কি গুলি ছোড়া হয়েছিল। এ প্রশ্ন এখন ভারতের মানুষ ও চলচ্চিত্র দুনিয়ার কাছে সরব হয়েছে। যদি তাকে গুলি করা হবে তবে কেন? এখনো মেলেনি এ প্রশ্নের উত্তর। গোরেগাঁওয়ের ফিল্মসিটিতে শুক্রবার অমিতাভ বচ্চনের শুটিং স্পটে গুলি চালায় মোটরসাইকেল আরোহী দুই দুষ্কৃতকারী। তার খুব কাছেই গুলি চললেও সৌভাগ্যক্রমে বেঁচে যান তিনি। দুষ্কৃতকারীদের গুলিতে ফিল্মসিটির নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনা সম্পর্কে বিগ বি তার টুইটারে লিখেছেন, তার শুটিং স্পটের মাত্র ২০ ফুট দূরে গুলি ছুড়েছে দুষ্কৃতকারীরা। 'গ্যাং ওয়ারে' একজনের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, মুম্বাইয়ের এই জনপ্রিয় শুটিং স্পটে বেলা ২টার দিকে গুলির ঘটনা ঘটে। ফিল্ম শাখার পদাধিকারী তথা নিরাপত্তা এজেন্সির মালিক রাজু সিন্ধে এক গাছের নিচে চেয়ারে বসেছিলেন। দুই দুষ্কৃতকারী মোটরসাইকেলে করে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির শব্দ শুনে অন্য নিরাপত্তারক্ষীরা তাদের তাড়া করেন। তারা মোটরসাইকেল রেখে পাশের জঙ্গল দিয়ে পালিয়ে যায়।
মুম্বাইয়ের অতিরিক্ত পুলিশ কমিশনার ফতে সিং পাটেল জানিয়েছেন, আহত সিন্ধিকে নানাবতী হাসপাতালে পাঠানো হয়েছে। তার পেটে দুটি এবং ডান হাতে একটি গুলি লেগেছে। পুলিশ ওই মোটরসাইকেল আটক করেছে। ঘটনার সময় বিগ বি কোন ছবির শুটিংয়ে ছিলেন তা এখনো জানা যায়নি। বিগ বির মতো হাই প্রোফাইল পারসনের নিরাপত্তায় শিথিলতা নিয়ে এখন প্রশ্ন সর্বত্র।