শুধু ডায়েট কন্ট্রোল করলেই চলবে না। সুস্থ থাকতে হলে আর শারীরিক সৌন্দর্য অক্ষুণ্ন রাখতে হলে জিমের বিকল্প নেই। এমনটি জানিয়ে জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস বললেন, এ জন্যই নিজেই একটি ফিটনেস ক্লাব প্রতিষ্ঠা করলাম। অপুর ফিটনেস সেন্টারের নাম 'এপিএস লেডিস ফিটনেস ক্লাব'। গুলশান এক এর নিকেতনে ক্লাবটি অবস্থিত। অপু বলেন, প্রায় দুই বছর হয়ে গেল ক্লাবটি প্রতিষ্ঠা করলাম। সদস্য সংখ্যা ক্রমেই বাড়ছে। ক্লাবটি আমার সন্তানের মতো। যত্ন নিয়ে বড় করতে চাই। যখনই অবসর পাই জিমকে সময় দেই। ৫ বছরের মধ্যে জিমটিকে সুপ্রতিষ্ঠিত এবং আরও বড় আকারে দেখতে চাই। তাই সেভাবে এর কলেবর বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছি। অপু বলেন, দেশে হাতেগোনা মাত্র কয়েকটি মানসম্মত ফিটনেস ক্লাব রয়েছে। সেগুলোতে আবার মহিলা-পুরুষকে একসঙ্গে জিম করতে হয়। এতে অনেক মহিলাই সেখানে যেতে অস্বস্তি বোধ করেন। তাই শুধু মহিলাদের জন্য ক্লাবটি প্রতিষ্ঠা করলাম। জিমের মাধ্যমে নিজের শারীরিক সৌন্দর্য পুনরুদ্ধার করেছি। আমাকে দেখে অনেক মহিলা অনুপ্রাণিত হয়েছেন এবং জিমের প্রতি তাদের আগ্রহ বাড়ছে। বিষয়টি দেখে আমি খুব খুশি হয়েছি।