আশির দশকের মাঝামাঝিতে বলিউডে 'অ্যাডভেষ্ণার অব টারজান' নামে একটি মুভি মুক্তি পেয়েছিল। এতে টারজ়ান আর জেনের ভূমিকায় অভিনয় করেছিলেন হেমন্ত বিরজে ও কিমি কাটকর। শোনা যাচ্ছে, এই মুভিটিরই রিমেক করতে যাচ্ছেন রানা দাগ্গুবতি। আর এই রিমেকে জেনের ভুমিকায় অভিনয় করবেন বলিউডের এ সময়ের হট অভিনেত্রী সানি লিওন।
রিমেকের নামও 'অ্যাডভেঞ্চার অব টারজ়ান' হতে পারে। মুভিটির পরিচালনা করার কথা রয়েছে সোহম শাহ’র। এর আগে তিনি 'কাল' ও 'লাক' নামে দুটি মুভি পরিচালনা করেছেন।
বিডি-প্রতিদিন/২৪ মে ২০১৫/শরীফ