আজ চ্যানেল আইয়ের নজরুল মেলা। এ উপলক্ষে আপনাকে সম্মাননা দেওয়া হবে।
নজরুল মেলা'র ধারণাটি সুন্দর। নজরুল চর্চাকে এগিয়ে নেওয়ার জন্য উৎসাহব্যঞ্জক। চ্যানেল আই পরিবারকে ধন্যবাদ তারা এত সুন্দর একটি আয়োজন করছে। অন্যদিকে সম্মাননা পাওয়ার বিষয়টিতে ভালো লাগা কাজ করছে।
বর্তমানে নজরুল চর্চার কী অবস্থা?
নজরুল চর্চা দিন দিন বাড়ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা নজরুল চর্চায় আগ্রহী হচ্ছে। তারা নিবিষ্ট মনে গান গাইছে। তরুণরা ভালো করছে।
অনেক সময় নজরুলের গানের শুদ্ধ বাণী ও সুর নিয়ে প্রশ্ন ওঠে।
নজরুল প্রায় ৪ হাজার গান লিখেছেন। তিনি বেঁচে থাকতে তার সব গানের সংকলন ও স্বরলিপি প্রকাশ হয়নি। কবি নিজেও কখনো কখনো গানের পাণ্ডুলিপি পরিমার্জন করেছেন। ফলে শিক্ষার্থীরা সঠিক বাণী ও সুর নিয়ে মাঝে মাঝে সমস্যায় পড়ে। সাম্প্রতিককালে নজরুল ইনস্টিটিউট কবির ৩ হাজারের অধিক গানের সংকলন প্রকাশ করেছে। এমনকি ৩৫টি স্বরলিপি বই প্রকাশ করেছে। প্রতিটি বইতে ২৫টি গানের স্বরলিপি স্থান পেয়েছে। শিক্ষার্থীরা এই স্বরলিপি অনুস্মরণ করলে আর বিভ্রান্তি থাকবে না। বাকি গানের স্বরলিপি প্রকাশের জন্য নজরুল ইনস্টিটিউট নিবিড় চেষ্টা চালাচ্ছে।
নজরুল ইনস্টিটিউট বেশকিছু রেকর্ডও প্রকাশ করেছে।
নজরুল সংগীতের শুদ্ধতা বজায় রাখার জন্য নজরুল ইনস্টিটিউটের বিভিন্ন উদ্যোগের মধ্যে গানের রেকর্ড প্রকাশ অন্যতম। এসব রেকর্ডে দেশ বরেণ্য শিল্পীদের কণ্ঠে নজরুলের গান রেকর্ড করা হয়েছে। নজরুলের জীবদ্দশায় তার সানি্নধ্য পাওয়া শিল্পী জগৎ ঘটক, কমলা ঝরিয়া, ইন্দু বালা, আঙ্গুর বালা, কমল দাশগুপ্ত প্রমুখের কণ্ঠে ধারণকৃত গানের অনুকরণে এসব রেকর্ড প্রকাশ করা হয়েছে। এসব রেকর্ড শুনে গান তুললে কোনো বিভ্রান্তি থাকবে না।
শুদ্ধ বাণী ও সুরে নজরুল সংগীত চর্চার জন্য আপনারা কী উদ্যোগ নিয়েছেন?
জাতীয় প্রতিষ্ঠান নজরুল ইনস্টিটিউট ছাড়া দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দেশের বিশিষ্ট শিল্পীরা শুদ্ধ বাণী ও সুরে নজরুল সংগীতের প্রশিক্ষণ দিয়ে আসছে। নজরুল ইনস্টিটিউট, নজরুল একাডেমি, বাংলাদেশ নজরুলসংগীত শিল্পী পরিষদসহ অন্যান্য প্রতিষ্ঠান দেশব্যাপী বিভিন্ন সময় কর্মশালার আয়োজন করেছে। এর ফলে নজরুল চর্চা দিন দিন বাড়ছে।
বাংলাদেশে নজরুল সংগীত চর্চার ভবিষ্যৎ কী?
আমি খুব আশাবাদী। কারণ যারা গান করছে তাদের মধ্যে একটা সচেতনা জেগেছে। এখনকার বেশিরভাগ গায়ক-গায়িকা শুদ্ধ সুরে নজরুলসংগীত চর্চা করছে।এটা খুবই ভালো দিক। বাংলা ভাষা থাকলে নজরুল চর্চাও থাকবে।
শোবিজ প্রতিবেদক