ঈদে বড় পর্দায় আসছে শাকিব-ববির 'আরও ভালোবাসব তোমায়' ছবিটি। এটি নির্মাণ করেন এস এ হক অলিক। নির্মাতা বলেন, 'প্রেম, পরিবার ও সাসপেন্সধর্মী চমৎকার গল্পে যত্ন নিয়ে নির্মাণ করেছি ছবিটি। দর্শকদের নির্মল আনন্দ দিতে সুস্থ বিনোদনের সব উপকরণ রেখেছি এতে। এই প্রথম ঈদে আমার কোনো ছবি মুক্তি পাচ্ছে।' তিনি আরও বলেন, এতে বিশেষ একটি চরিত্রে ববিকে দেখা যাবে। অসাধারণ অভিনয় করেছেন তিনি। তা ছাড়া প্রখ্যাত অভিনেতা সোহেল রানাও গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে নায়িকা হিসেবে আছেন পরীমনি। দেশের মনোরম সব লোকেশনে এর চিত্রায়ণ হয়েছে। গল্প, চিত্রনাট্য, গান লিখেছেন নির্মাতা। প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু। শাকিব বলেন, গল্প অসাধারণ। দর্শক অলিকের আগের ছবি 'হৃদয়ের কথা' ও 'আকাশছোঁয়া ভালোবাসা'র চেয়েও উন্নত কিছু পাবেন এই ছবিতে।
ববি বলেন, 'বিশেষ চরিত্র হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করলাম। গল্প ও এতে আমার চরিত্রের কথা শুনেই রাজি হয়ে গেছি। এক কথায় ভালো গল্প ও চরিত্রের একটি ছবিতে কাজ করেছি।'