ঘুড়ি খ্যাত গায়ক লুৎফর হাসান এবার আসছেন তার চতুর্থ একক অ্যালবাম নিয়ে। ইতিমধ্যে অ্যালবামের কাজ গুছিয়ে এনেছেন। বরাবরের মতোই কথাপ্রধান গানেই সাজাচ্ছেন তার 'বিরহ উদ্যান'। অ্যালবামে গান লিখেছেন ইশতিয়াক আহমেদ, সোহেল অটল, কাসাফাদ্দোজা নোমান, আলিম আল রাজি, হেনরী লুইস, গালিব সর্দার, সাইফ হাসনাত, তানভীর এনায়েত, নাজমুজ্জামান জনি, রাব্বী আহমেদ ও রাকিব হাসান রাহুল। গানগুলোর সংগীত পরিচালনায় আছেন সুমন কল্যাণ, তানভীর তারেক, আহমেদ হুমায়ুন, শান, মাসুম ও রানা আখন্দ। সব কটি গানের সুর করেছেন লুৎফর হাসান নিজেই। আসছে ঈদুল ফিতরে ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশিত হবে বিরহ উদ্যান।