গুপ্তচরবৃত্তির ইতিহাসে মাতাহারি অত্যন্ত উল্লেখযোগ্য নাম। পেশায় তিনি ছিলেন নর্তকী। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠে এই সুন্দরীর বিরুদ্ধে। ১৯১৭ সালে ফায়ারিং স্কোয়াডের সামনে রহস্যময়ীর মৃত্যুর পর তাকে নিয়ে সাহিত্যে বহু চর্চা হয়েছে। অবশেষে মাতাহারি আসছেন বড় পর্দায়। শোনা যাচ্ছে তার চরিত্রে অভিনয় করবেন মেঙ্কিান অভিনেত্রী সালমা হায়েক।
'হুভার স্ট্রিট রিভাইভাল'-এর পরিচালক সোফি ফিয়েননেস এই নতুন ছবিটি পরিচালনা করবেন। সূত্রের খবর, চিত্রনাট্য নিয়ে সালমার সঙ্গে প্রাথমিক কথা বলেছেন পরিচালক। সালমা জানিয়েছেন, 'সোফি আমাকে বলেছে মাতাহারিকে নিয়ে আমাদের অনেক ভুল ধারণা রয়েছে। তার নাচের দক্ষতাকে সেনাকর্তা এবং উচ্চপদস্থ কূটনীতিকদের প্রলুব্ধ করতে ভুলভাবে ব্যবহার করা হয়েছে। অনেক পুরুষই তাকে বিশেষভাবে পছন্দ করতেন। কিন্তু তিনি যে গুপ্তচর ছিলেন না সে বিষয়ে যথেষ্ট প্রমাণ রয়েছে।'