চলে গেলেন অভিনেতা মিঠুন। ২৪ মে রাত ২টায় কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার দুটি কিডনিই অকার্যকর হয়ে পড়েছিল এবং ফুসফুসে পানি জমে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী মনিরা পারভীন, দুই মেয়ে সঙ্গীতা ও তরী, মা হাফিজা খাতুনসহ অনেক আত্দীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী রেখে যান। সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাপুর গ্রামের সন্তান শেখ আবুল কাশেম মিঠুন ১৯৭৮ সালে সাংবাদিকতায় জড়িত হন। পরে ১৯৮০ সালে বজলুর রহমান পরিচালিত 'তরুলতা' চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রের সঙ্গে নিজের সম্পৃক্ততা ঘটান। এই চলচ্চিত্রে তিনি গীতিকার হিসেবে গানও লিখেছিলেন। ১৯৮২ সালে শেখ নজরুল ইসলাম পরিচালিত 'ঈদ মোবারক' চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয় করে আলোচনায় আসেন মিঠুন।