করণ জোহরের 'শুদ্ধি' ছবিটি নিয়ে আলোচনার কমতি নেই। অবশ্য তার পুরোটাই চরিত্র নির্ধারণ নিয়ে। একের পর এক তারকা শিল্পীর নাম শোনা গেছে ছবিটির মূল ভূমিকায়। চলতি গুজব- 'শুদ্ধি' ছবিতে অভিনয় করবেন করণের আবিষ্কার 'স্টুডেন্ট অব দ্য ইয়ার' খ্যাত জুটি বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট।
ছবিটি পরিচালনা করবেন 'অগি্নপথ' খ্যাত পরিচালক করণ মালহোত্রা। প্রযোজক করণ জোহর ছবির ঘোষণা দেওয়ার পর প্রথম সিদ্ধান্ত অনুযায়ী 'শুদ্ধি'র নায়ক ছিলেন হৃতি্বক রোশন। তার বিপরীতে নায়িকা নিয়ে অনেক গুঞ্জন শোনা গেলেও চুক্তিবদ্ধ হয়েছিলনে কারিনা কাপুর। তবে হৃতি্বকের শারীরিক অসুস্থতার জন্য পিছিয়ে যায় ছবির কাজ, কারিনাও ব্যস্ত হয়ে পড়েন অন্যান্য কাজ নিয়ে। বানচাল হয়ে যায় ছবির পরিকল্পনা। এরপর 'শুদ্ধি' ছবিতে চুক্তিবদ্ধ হন সালমান খান। তবে হিট অ্যান্ড রান মামলা, হরিণ হত্যা মামলা প্রভৃতির জন্য এলোমেলো হয়ে যায় তার ব্যস্ততার শিডিউল। নায়িকা নির্বাচনের আগেই করণের ছবি থেকে পিছু হটেন সাল্লু ভাই। এখন শোনা যাচ্ছে বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট অভিনয় করবেন বার বার পিছিয়ে যাওয়া এ ছবিতে।
'স্টুডেন্ট অব দ্য ইয়ার' ছবিতে একসঙ্গে বলিউড অভিষেক ঘটে তাদের। পরে 'হাম্পটি শর্মা কি দুলহানিয়া' ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন বরুণ ও আলিয়া। অফিশিয়ালি ঘোষণা না হলেও চলছে জোরালো ফিসফাস, দেখা যাক কার ভাগ্যে শিকা ছেঁড়ে।